বর্তমান যুগে অনলাইন থেকে টাকা আয়ের বহু মাধ্যম রয়েছে।এই মাধ্যমগুলোর মধ্যে মাইক্রোজব অন্যতম সেরা একটি মাধ্যম। মাইক্রোজব সাইট থেকে আয় করা তুলনামূলকভাবে অনেকটা সহজ। ব্যাসিক কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিং এর ওপর দক্ষতা থাকলেই মাইক্রোজব সাইট থেকে আয় করা যায়। আজকের ব্লগে আমরা মাইক্রোজব সাইট থেকে আয় করার পদ্ধতি এবং মাইক্রোজব সাইট সম্পর্কে আলোচোনা করবো।
মাইক্রো জব কী?
মাইক্রো জব হলো ছোট ছোট কাজ করার মাধ্যমে মাইক্রোজব সাইট থেকে আয় করার একটি মাধ্যম।আমরা অনোকেই মাইক্রো জবের নাম শুনেছি।কিন্তু আমাদের মাইক্রো জব সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে মাইক্রো জব অনলাইন থেকে ইনকাম করতে পারি না।আজকের পোষ্টে আমরা মাইক্রো জব সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং মাইক্রা জবের কিছু সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো।আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
মাইক্রোজব সাইটে কাজের ধরন
মাইক্রো জব এ সাধারণত তেমন কোনো বড় ধরণের কাজ করা লাগে না।মাইক্রো জব এ সাধারণত বেসিক ছোট ছোট কাজ করে ইনকাম করে ইনকাম করা হয়।যেমন ওয়েবসাইট ভিসিট করা + ক্লিক করা,টুইটার, ফেসবুক,ইসস্ট্রাগাম,রেডিটে ফলো দেওয়া এবং পোস্টে লাইক কমেন্ট করা,মেবাইল/পিসি এপ্স ডাউনলোড করা,বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করা এছাড়াও আরো অনেক ছোট ছোট কাজ করার মাধ্যমে ইনকাম করা হয়।এখানে কাজ করার মাধ্যমে আপনি খুব সহজেই মাইক্রোজব সাইট থেকে আয় করতে পারবেন।
মাইক্রোজব সাইটে পেমেন্ট পদ্ধতি
মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করার পর আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমান ব্যালেন্স হলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। মাইক্রোজব সাইট থেকে টাকা উত্তোলনের জন্য আপনি বিভিন্ন পেমেন্ট মাধ্যম পেয়ে যাবেন। যেমন : পেপ্যাল, স্কিল, এয়ারটিম, ক্রিপ্টেকারেন্সি ওয়েবমানি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন মাইক্রোজব সাইট থেকে ব্যাংকে টাকা উত্তোলনের সুবিধা দিয়ে থাকে।
মাইক্রোজব কাজ শুরু করার উপায়
মাইক্রোজব ওয়েবসাইট থেকে আয় করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোজব ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। মাইক্রোজব করে অনলাইন থেকে আয় করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে। মাইক্রোজব করে আয় করার জন্য আপনাকে একটি ভালো মানের ওয়েবসাইট নির্ধারন করতে হবে।মাইক্রোজব ওয়েবসাইট থেকে আয় করার জন্য আপনাকে অবশ্য ওয়েবসাইট নির্ধারন করার সময় ওয়েবসাইটের পেমেন্ট পলিসি ট্রামস এন্ড কন্ডিশন ভালোভাবে পড়ে নিতে হবে।
মাইক্রোজব করে টাকা ইনকাম করার সেরা ৫টি সাইট
১.মাইক্রোওয়ার্কার: মাইক্রো জব সাইটগুলোর মধ্যে মাইক্রোওয়ার্কার খুবই জনপ্রিয় একটি সাইট।এবং মাইক্রো ওয়ার্কার অনেক পুরাতন একটি মাইক্রো জব সাইট।আপনি এখানে অনেক ধরাণের কাজ পাবেন।যত বেশি কাজ করে সাকসেস হবেন এখানে আপনি তত বেশি কাজ পাবেন।আপনি এখান থেকে পেপাল,এয়ারটিম,ব্যাংক এছাড়াও আরো অনেক ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।মাইক্রে জব সাইটগুলোর মধ্যে এটা খুবই জনপ্রিয় একটি সাইট।মাইক্রোজবসাইট থেকে টাকা আয় করতে চাইলে আপনি মাইক্রোওয়ার্করা থেকে খুব সহজে টাকা আয় করতে পারবনে।
২.পিকোওয়ার্কার: মাইক্রো জব সাইটগুলোর মধ্যে পিকোওয়ার্কার বর্তমান খুবই জনপ্রিয় আরেকটি সাইট।মাইক্রো জব সেক্টরে পিকোওয়ার্কার বর্তমান সাড়া ফেলে দিয়েছে।পিকোওয়ার্কারের বর্তমান নাম sproutgigs হলেও এটিকে সবাই এখনো পিকোওয়ার্কার নামে চিনে।এখানে বরর্তমানে অনেক কাজ পাওয়া যায় এছাড়াও আপনার যদি কোনো নির্দিষ্ট কাজের ওপর স্কিল থাকে তাহলে আপনি পিকোওয়ার্কারে গিগ তৈরি করে ফ্রীল্যান্সিং করে ইনকাম করতে পারবেন।এখান থেকে আপনি এয়ারটিম,পেপাল,লাইটকয়েন,স্কিল ইত্যাদীর মাধ্যমে পেমেন্ট তুলতে পারবেন।
৩.Rapidworker:মাইক্রো জব সাইটের মধ্যে র্যাপিডওয়ার্কার আরেকটি উল্লেখযোগ্য সাইট।এখানে হাজার হাজার কাজ রয়েছে।এখানে কাজের পরিমান অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি।এখানে আপনি অনেক ধরণের কাজ পাবেন।তবে এখানে কাজ করতে হলে আপনার একটি পেপ্যাল একাউন্ট লাগবে।পেপ্যাল ছাড়া আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না।তাই আপনার যদি একটি পেপাল একাউন্ট থাকে তাহলে আপনি এখানে কাজ করবেন।অন্যথায় আপনার এখানে কাজ করে তেমন কোনো লাভ হবে না।তাই এখানে কাজ করার আগে আপনার পেপাল একাউন্ট আছে কী না সেটা নিশ্চত করে নিন।
৪.seosprint: seosprint হলো আরেকটি জনপ্রিয় মাইক্রো জব সাইট।এটি একটি রাশিয়ান সাইট এখানে যথেষ্ট পরিমানে কাজ পাওয়া যায়।এবং এখানকার পেমেন্ট মেথট ও বাংলাদেশকে সাপোর্ট করে।কিন্তু সমস্যা হলো এই সাইটের কাজগুলো রাশিয়ান ভাষায় থাকে আপনাকে এ লেখাগুলোকে ট্রানসোলেট করে করতে হবে।এবং আরেকটি সমস্যা হলো এখানে কাজের জন্য পেমেন্ট ও অনেকটা কম দেওয় হয়।তবে সাইটটা অনেক ট্রাস্টেট।
৫.Job Boy: Microworkers,Picoworkers,Rapidworkers এর মতোই Job Boy হলো আরেকটি জনপ্রিয় সাইট।এখানে অনেক বড় বড় এমাউন্টের কাজ পাওয়া যায়।এখান থেকে আপনি পেমেন্ট ও খুব সহজে উত্তোলন করতে পারবেন।এটি অনেকদিন ধরে মার্কেটে আছে। এটি ও অনেক বিশ্বস্ত একটি সাইট।আপনি চাইলে এখানে কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
মাইক্রো জব করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়?
মাইক্রো জব কোনো প্রফেশনাল জব আপনি যদি মাইক্রো জব করে ইনকাম করতে চান তাহলে সেটাকে অবশ্যই পার্ট টাইম জব হিসেবে নিবেন।আপনি যদি মাইক্রো জব এর ইনকাম কে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে অনেক ভূল করবেন।এখান থেকে আপনি প্রতি মাসে ৫-৬ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবুও সেটা নতুন অবস্থায় পারবেন না।সুতারাং এটাকে আপনারা অবশ্যই পার্ট টাইম কাজ হিসেবে নিবেন।আপনি যদি ছাত্র অথবা বেকার থাকেন তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন।এবং হাত খরচের পাশাপাশি আপনার পড়ালেখারে খরচ ও চলে যাবে মাইক্রো জবের ইনকাম থেকে।
সতর্কতা:
মাইক্রোজব সাইট থেকে আয় করার জন্য মাইক্রোজব সাইটে কাজ শুরু করার পূর্বে আপনার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কাজ শুরু করার আগে আপনি সাইটের রেটিং ভালোভাবে দেখে নিবেন। এবং সাইটের পেমেন্ট মাধ্যম আপনার কাছে আছে কিনা সেদিকে খেয়াল রাখবেন।অনলাইনে কোনে প্লাটফর্মে কাজ শুরু করার আগে আপনা এই সতর্কতাগুলো অবলম্বন করা উচিত।